এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, ৪ শিক্ষককে অব্যাহতি
নোয়াখালীর চাটখিল উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে দায়িত্বরত ৪ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কেন্দ্র কমিটির সভাপতি মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া সাহাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন।
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন, মল্লিকা দিঘির পাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাবেয়া বেগম, পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জুয়েল চন্দ্র দেবনাথ, রামনারায়পুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ চন্দ্র দেবনাথ ও মমিনপুর দাখিল মাদরাসার শিক্ষক প্রহলাদ চন্দ্র পাল।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কেন্দ্র কমিটির সভাপতি মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষক চারজনে সঠিক দায়িত্ব পালনের বিপরীতে দায়িত্বে অবহেলা করেছেন। গণিত পরীক্ষা চলাকালে তাদের দায়িত্বে অবহেলার প্রমাণ পাই। ফলে তাদের দায়িত্ব অবহেলার কারণে চলতি এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
হাসিব আল আমিন/আরকে
বিজ্ঞাপন