মনোনয়নপত্র জমার পর প্রার্থীর প্রস্তাবকারীর মৃত্যু
আব্দুল জলিল
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন জমা দিয়ে বাসায় ফিরে মারা গেছেন প্রস্তাবকারী আব্দুল জলিল (৭০)। তিনি বরিশাল সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাবের আব্দুল্লাহ সাদীর প্রস্তাবকারী ছিলেন।
জাবের আব্দুল্লাহ সাদী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, মঙ্গলবার (১৬ মে) বেলা ১১টার দিকে স্যারকে (আব্দুল জলিল) নিয়ে মনোনয়নপত্র জমা দিয়ে ১২টার দিকে তাকে বাসায় পৌঁছে দিই। পরে বিকেল ৪টার দিকে অসুস্থ হয়ে পড়লে স্যারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের ক্ষিরোধ মুখার্জী লেনের বাসিন্দা আব্দুল জলিল নগরীর চৈতন্য স্কুলের শিক্ষক ছিলেন। তার পরিবার থেকে জানানো হয়েছে, বুধবার (১৭ মে) সকাল ৯টায় বটতলা নববদর্শ স্কুল মাঠে জানাজা শেষে তাকে মুসলিম গোরস্থানে দাফন করা হবে।
সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ