পঞ্চগড়ে ছেলেসহ মা নিখোঁজ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চার বছরের ছেলে সাখাওয়াত সাদি নিয়াজসহ মা সুরাইয়া আক্তার নির্জনা নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (১৬ মে) তেঁতুলিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সুরাইয়া আক্তার নির্জনার স্বামী।
জিডি সূত্রে জানা যায়, সোমবার (১৫ মে) সন্ধ্যার দিকে স্থানীয় চৌরাস্তার বাজারে যাওয়ার কথা বলে ছেলেসহ বের হন সুরাইয়া আক্তার নির্জনা। পরে আর বাড়িতে ফিরেননি।
বিজ্ঞাপন
নিখোঁজ সুরাইয়া আক্তার নির্জনা উপজেলার সদর ইউনিয়নের সাহেবজোত গ্রামের আবু তাহেরের স্ত্রী এবং জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার সাইদুর রহমান ও মিনারা বেগমের মেয়ে।
সুরাইয়া আক্তার নির্জনার স্বামী আবু তাহের বলেন, সোমবার সন্ধ্যায় আমার স্ত্রী একমাত্র ছেলেকে নিয়ে চৌরাস্তার বাজারে যাওয়ার কথা বলে বের হয়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাচ্ছি না। এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
বিজ্ঞাপন
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, ছেলেসহ স্ত্রী নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী স্বামী। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
এসকে দোয়েল/এমজেইউ