সংবাদ সম্মেলন শেষেই জনসভার অনুমতি পেল বিএনপি
সংবাদ সম্মেলন শেষ করতে না করতেই জনসভা করার অনুমতি পেয়েছে লালমনিরহাট জেলা বিএনপি।
বৃহস্পতিবার(১৮ মে) বিকেলে বিএনপির অস্থায়ী কার্যলয়ে ‘হামার বাড়ি’ সম্মেলন কক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বিজ্ঞাপন
শনিবার (২০ মে) দুপুরে লালমনিরহাট কালেক্টরেট মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
দলের মহাসচিবের এ জনসভাকে ঘিরে পুরো রংপুর বিভাগ জুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ বিরাজ করছে। জনসভা সফল করতে উপজেলা ও ইউনিয়ন পর্যয়ে সভা করেছে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মহাসচিবের জনসভাস্থল মাঠের অনুমতি চেয়ে গত ১৪ মে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ মে) সকালে অনুমতি পত্র নিতে জেলা প্রশাসকের কাছে গেলে জনসভার অনুমতি না দেওয়ার কথা জানানো হয়। পরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডাকে জেলা বিএনপি।
ঘোষণা অনুযায়ী বিকেলে বিএনপির অস্থায়ী কার্যালয়ের হামার বাড়ি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন শুরু হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন আসাদুল হাবিব দুলু। জনসভা করতে দেওয়া না হলে বিক্ষোভসহ কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। সংবাদ সম্মেলন শেষ হতে না হতেই জেলা প্রশাসকের কার্যালয় থেকে জনসভার অনুমতি পত্র নিতে ডাকা হয়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টিএমএ মমিন স্বাক্ষরিত এ অনুমতি পত্রে ৫টি শর্তে জনসভার অনুমতি পায় বিএনপি।
ফলে আগামী ২০ মে দুপুর ২টায় লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে জনসভা করতে আর কোনও বাধা থাকল না দলটির। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা জনসভায় বক্তব্য রাখবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, প্রায় এক সপ্তাহ ঘোরাঘুরি পরেও জেলা প্রশাসন আমাদের আবেদনটি আমলে নেননি। পরে সংবাদ সম্মেলনের সময় খবর আসে তারা অনুমতি দেবে। কিন্তু এরপরেও প্রায় দুই ঘণ্টা পর অনুমতি পত্র হাতে আসে।
আরও বলেন, অনুমতি না দিলে হয়তো নেতা কর্মীকে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না। এর দায়ভার জেলা প্রশাসনকে নিতে হবে। তবে দেরিতে হলেও তারা অনুমতি দিয়েছে এজন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবল, যুগ্ম সাধারণ সম্পাদক একে এম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের সভাপতি ভিপি আনিছ, সাধারণ সম্পাদক হাসান আলী, ছাত্রদল সভাপতি নাজমুল হাসান লিমনসহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সিপন/এসএম