চুয়াডাঙ্গায় বিএনপি-যুবদলের ২১ নেতাকর্মী কারাগারে
চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা থেকে নাশকতা মামলায় বিএনপি ও যুবদলের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মে) রাতে দুই উপজেলার বিভিন্নস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২০ মে) দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আলমডাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ২০২২ সালের ১৪ ডিসেম্বর আলমডাঙ্গার আসাননগর গ্রামে নাশকতার অভিযোগে অত্র থানার ইকবাল হোসেন নয় জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তদন্ত করে জড়িতদের গতকাল রাতে একযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়। এখন পর্যন্ত এই মামলায় ৩৩ জনের মত গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরীফ ঢাকা পোস্টকে বলেন, পুলিশ গায়েবি মামলা দিয়ে বিএনপি ও যুবদলের মোট ২১ নেতাকর্মীকে একযোগে গ্রেপ্তার করেছে। এর মধ্যে আলমডাঙ্গায় ১৭ জন ও সদরের ৪ জন।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা কোনো এজাহারভুক্ত আসামি কিংবা তাদের নামে কোনো ওয়ারেন্ট ছিল না। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সঙ্গে কাজ করার জন্যই পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুর রহমান ঢাকা পোস্টকে বলেন, পৃথক দুটি নাশকতা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।
আফজালুল হক/এবিএস