বরিশালের পরিকল্পিত উন্নয়নের জন্য ভোট চাইলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করলে আমি নিশ্চিতভাবে বলতে পারি সুপরিকল্পিতভাবে নগরায়ন করা হবে। 

সোমবার (২২ মে) বিকেলে আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনটির বরিশাল জেলা ও মহানগর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কর্মযজ্ঞ ধারাবাহিকভাবে চলছে। অথচ বরিশাল সিটিতে তেমন কোনো উন্নয়ন হয়নি। নাগরিকদের চলমান সকল সমস্যার সমাধান করে নতুন বরিশাল গড়ার সংকল্প আমার আছে। আপনাদের দোয়া এবং সমর্থন পেয়ে আমি নির্বাচিত হতে পারলে এখানকার সমস্যাগুলো চিহ্নিত করে সকলকে নিয়ে নতুন বরিশাল গড়তে চাই।

নাগরিকদের জন্য সিটি করপোরেশন উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়ে আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, সেবামূলক প্রতিষ্ঠান হচ্ছে সিটি করপোরেশন। কিন্তু এর আগে বরিশাল সিটি করপোরেশনে অনেক অনিয়ম হয়েছে। আমি নির্বাচিত হলে ভবিষ্যতে আর সমস্যা থাকবে না।

আওয়ামী মৎস্যজীবী লীগ বরিশাল মহানগর শাখার সভাপতি খান মো. হাবিবের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান আলতাফ হোসেন ভুলু প্রমুখ।

সৈয়দ মেহেদী হাসান/আরএআর