হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সেন্টু
ভালো আছেন অক্সিজেনের পাইপ নাকে নিয়ে রিকশা চালানো মাইনুরজ্জামান সেন্টু। চিকিৎসা শেষে তিনি হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়ি ফিরেছেন। সোমবার (২২ মে) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ছুটি পেয়ে তিনি নগরীর কলাবাগানের ভাড়া বাড়িতে উঠেছেন।
মাইনুরজ্জামান সেন্টু ঢাকা পোস্টকে বলেন, আল্লাহর রহমতে ভালো আছি। হাসপাতাল থেকে আসার পরে বাড়িতে ছিলাম। যারা মেশিন দিয়েছে তারা সন্ধ্যার দিকে বাড়িতে এসেছিল। মেশিনটা ঠিকঠাক করে লাগিয়ে দিয়ে গেছে। এখন আমি মেশিন দিয়ে অক্সিজেন নিচ্ছি।
বিজ্ঞাপন
রিয়াজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমরা সেন্টু চাচার মেশিন (অক্সিজেন কনসেনট্রেটর) ব্যবস্থা করে দিয়েছি। তিনি আজ বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরেছেন। আমরা তাকে মেশিনটি ব্যবহার করা শিখিয়ে দিয়েছি। তিনি মেশিনটি থেকে অক্সিজেন গ্রহণ করছেন। তাকে বিকল্প অক্সিজেনের সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে না।
আরও পড়ুন: অক্সিজেনের পাইপ নাকে নিয়ে রিকশা চালান তিনি
বিজ্ঞাপন
তিনি বলেন, সেন্টুর যেহেতু মেশিন আছে। আর মেশিনের প্রয়োজন নেই। এখন সেন্টুর স্থায়ী একটা কর্মের দরকার। যাতে করে সেখান থেকে তিনি জীবিকা নির্বাহ করতে পারেন। আমরা আশা করি দ্রুতই ব্যবস্থা হবে।
হাসপাতালের ১৪নং ওয়ার্ডে চিকিৎসক ডা. নিশাদ জামি ঢাকা পোস্টকে বলেন, সেন্টু ভালো আছেন। তাকে ছুটি দেওয়া হয়েছে।
এর আগে গত ১৫ মে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টে মাইনুরজ্জামান সেন্টুকে নিয়ে ‘অক্সিজেনের পাইপ নাকে নিয়ে রিকশা চালান তিনি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ঘটনাটি সবার দৃষ্টি আকর্ষণ করে। ঢাকা পোস্টের প্রতিবেদন দেখে অনেকেই তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
শাহিনুল আশিক/আরকে