২৮ বছর পলাতক থেকেও হলো না শেষ রক্ষা
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ২৮ বছর পর গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১৪ জুন) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আজহার আলী বগুড়ার শিবগঞ্জ থানাধীন ছাতুয়া শালুকগাড়া এলাকার মৃত জসমত আলীর ছেলে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের ফটিকছড়ি বাজার এলাকা থেকে র্যাব-১২ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে বগুড়ার শিবগঞ্জ থানার জাহানারা বেগম হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. আজহার আলীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, মো. আজহার আলী পারিবারিক বিরোধের জেরে ১৯৯৩ সালে তার প্রথম স্ত্রী জাহানারা বেগমকে হত্যা করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মামা আমজাদ হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে। এই মামলায় দুই মাস কারাগারে থাকার পর জামিনে বের হয়ে ১৯৯৫ সালে বগুড়া ত্যাগ করেন আজহার আলী। এদিকে ১৯৯৮ সালে মামলাটির রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অবশেষে রায় ঘোষণার ২৫ বছর পর র্যাবের হাতে ধরা পড়ে মো. আজহার আলী।
বিজ্ঞাপন
র্যাবের ওই কর্মকর্তা আরও জানান, হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ২৮ বছর ধরে ছদ্মবেশ ধারণ করে চট্টগ্রামের ফটিকছড়িতে আত্মগোপন করেন আজহার আলী। সেখানেই তিনি নতুন করে সংসার শুরু করেন। তিনি জাতীয় পরিচয়পত্রে বাবার নাম ও নিজের পেশা পরিবর্তন করে অবস্থান করে আসছিলেন।
এমজেইউ