বগুড়ার শাজাহানপুরে প্রাইভেট কারের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কার চালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের রানীরহাটের জোড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া এলাকার শিপন আলীর স্ত্রী দোলেনা বেগম (২২) এবং তার মেয়ে আয়েশা খাতুন (৫)। আহত প্রাইভেট কার চালক আহনাহ (২০) বগুড়া সদরের কালিতলা এলাকার মৃত আতিকুর রহমানের ছেলে।

শাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, নিহত দোলেনা বেগমের বাড়ি নাটোর-বগুড়া মহাসড়কের পাশেই। বিকেল সাড়ে ৫টার দিকে তার মেয়ে আয়েশা খাতুনকে নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় নাটোর থেকে বগুড়ারমুখী দ্রুতগামী একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্বাস উদ্দিন জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত গাড়িচালককে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া প্রাইভেট কারটি জব্দ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

আরএআর