বগুড়ায় মহাসড়কে বাসচাপায় নিহত হয়েছেন বাদশা (৫৫) নামের এক ব্যক্তি। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা বাসটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পুলিশ বাসটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করেছে। মঙ্গলবার (২০) জুন সকালে বগুড়া সদরের গোকুল স'মিল বন্দরের পার্শ্বে ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বাদশা গোকুল গ্রামের মৃত অহির উদ্দিনের ছেলে এবং একই এলাকায় মায়ের দোয়া নার্সারির মালিক ছিলেন। 

হাইওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, গোকুল ছ'মিল বন্দরের পার্শ্বে মহাসড়ক পারাপারের জন্য দাঁড়িয়ে ছিলেন বাদশা মিয়া। এ সময় ঢাকা থেকে রংপুর অভিমুখী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা চালককে আটকে রেখে বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে বগুড়ার সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করে চালককে হেফাজতে নেন। 

ওসি আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনা ও অগ্নিসংযোগের পর বাসটি জব্দ করা হয়েছে এবং বাসচালক আটক করা হয়েছে। নিহত বাদশা মিয়ার মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরকে