ফাইল ছবি

সিরাজগঞ্জ সদর উপজেলায় গৃহবধূ শিউলি খাতুন (২৩) ও শাহজাদপুরে স্কুলছাত্র শাহাদত হোসেন (৭) হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুন) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণগাঁতি গ্রামের হায়দার আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩৩), নাটোরের সিংড়া থানার ক্ষিরপোতা এলাকার হাসান তালুকদারের ছেলে মাসুদ ওরফে নুরনবী (৩২) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের জজ মিয়ার ছেলে মনিরুল ইসলাম (২৮)।

সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি ওয়াছ করোনি লকেট এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাক্ষণগাঁতি গ্রামের হায়দার আলীর ছেলে সাদ্দাম হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শিউলি খাতুনের। একপর্যায়ে শিউলি খাতুনকে বিয়ের প্রস্তাব দেন সাদ্দাম হোসেন। কিন্তু শিউলির বাবা হাসান তালুকদার বিয়ের প্রস্তাবে রাজি না হয়ে শিউলি খাতুনকে অন্যত্র বিয়ে দিলে সাদ্দাম হোসেন হাসান তালুকদারের ওপর ক্ষিপ্ত হন। বিয়ের কয়েক দিন পর শিউলি খাতুন বাবার বাড়িতে বেড়াতে এলে সাদ্দাম হোসেন ও মাসুদ ওরফে নুরনবী পূর্বপরিকল্পনা অনুযায়ী ২০১০ সালের ২০ নভেম্বর সন্ধ্যায় শিউলি খাতুনকে ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে যান। পরে তারা শিউলি খাতুনকে সদর থানাধীন রাজিবপুর বিলের ধানখেতে নিয়ে গলা কেটে হত্যা করেন।

এ ঘটনায় হত্যা মামলা মামলা চলাকালে ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালত সাদ্দাম হোসেন ও মাসুদ ওরফে নুরনবীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তবে সাদ্দাম হোসেন ও মাসুদ ওরফে নুরনবী পলাতক রয়েছেন।

অপরদিকে, ২০১৯ সালের ১৯ মে পারিবারিক কলহের জেরে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের চন্দনগাঁতী গ্রামের আসাদুলের ছেলে শাহাদত হোসেনকে (৭) সিরাজগঞ্জের শাহজাদপুরে তুলে নিয়ে হত্যা করেন আসামি মনিরুল ইসলাম। পরে তারা  শাহাদতের মরদেহ করতোয়া নদীর পাশে শ্যালো মেশিনের ড্রেনের ভেতর রেখে কচুরিপানা দিয়ে ঢেকে রাখেন। পরে পুলিশ স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আজ আসামি মনিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

শুভ কুমার ঘোষ/এমজেইউ