কক্সবাজারে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
কক্সবাজারে কালু (৩০) নামে এক যুবককে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। শুক্রবার (২৩ জুন) সকালে সদর উপজেলার খুরুশকুল আশ্রয় প্রকল্পের বশিরপাড়ার বিলে ওই যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। নিহত কালু কক্সবাজার শহরের ইসলামপুরের পাহাড়তলী এলাকার বাসিন্দা।
খুরুশকুল ইউনিয়নের ইউপি সদস্য নাসির উদ্দীন জানান, সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন বিলের মধ্যে একটি মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
বিজ্ঞাপন
নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে অটোরিকশা (টমটম) নিয়ে বাসা থেকে বের হন কালু। কিন্তু রাত ১০টায়ও তিনি বাড়িতে ফিরেননি। তার ব্যবহৃত মুঠোফোনও বন্ধ ছিল। তখন থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাননি। পরে শুক্রবার সকাল ১০টার মরদেহ পড়ে থাকার খবর পান তারা।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) নাজমুল হুদা জানান, খবর পেয়ে থানা পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইউনিট মরদেহটি উদ্ধার করে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
কক্সবাজার জেলা সিআইডির পরিদর্শক মৃতশ্রী বড়ুয়া জানান, নিহতের বুক ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ছুরিকাঘাতে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।
সাইদুল ফরহাদ/আরএআর