ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আগুনে পুড়ে সাতজন নিহত হয়েছেন। শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার মালিগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাতজনই জেলার বোয়ালমারী উপজেলার বাসিন্দা। এদের মধ্যে তিনজন নারী ও চারজন শিশু রয়েছেন।

উদ্ধারকাজে অংশ নেওয়া মো. রকমত উল্লাহ (৫২) ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৪টা) নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

রকমত উল্লাহ বলেন, এ ঘটনায় সাতজন নিহত হওয়ার খবর শুনে আমরা গিয়ে দেখি জ্বলন্ত অ্যাম্বুলেন্সের আগুন নেভাচ্ছে  ফায়ার সার্ভিস। আগুন নেভার পর আমরা লাশগুলো উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

তিনি বলেন, সাতটি লাশই পুড়ে গেছে। গায়ের মাংস পুড়ে লাল হয়ে গেছে ও পোড়া গন্ধ ছেড়েছে। উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়ায় আমাদের হাত-পা ও মুখে ছাই মেখে গেছে।

রকমত উল্লাহ জানান, এই অ্যাম্বুলেন্সের চালক ফরিদপুর শহরের বাসিন্দা মৃদুল মালো (২৮)। তিনি গতকাল শুক্রবার (২৩ জুন) এক রোগীকে নিয়ে ঢাকার কদমতলী এলাকায় গিয়েছিলেন। আজকে আসার পথে তিনি ফরিদপুরের বোয়ালমারীর এক পরিবারের সাতজন সদস্যকে নিয়ে ঢাকা থেকে রওনা হয়েছিলেন। ওই পরিবারের সদস্যরা ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসক দেখিয়ে আলফাডাঙ্গায় ফিরছিলেন।

ফরিদপুর হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ওই অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে ভাঙ্গার দিকে আসার পথে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের ওপরে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশে আগুন ধরে যায়।

জহির হোসেন/আরএআর