সাতক্ষীরায় ১৪৩টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিয়েছে জেলা পুলিশ। রোববার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় পুলিশ লাইন কনফারেন্স হল রুমে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয় 

এ সময় সকলের উদ্দেশ্যে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে জনগণের হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় চলতি বছর মে ও জুন মাসে হারানো ১৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হলো। যেগুলোর আনুমানিক মূল্য ২১ লাখ ৪৫ হাজার টাকা। একই সঙ্গে বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ২ লাখ ৩৬ টাকা উদ্ধার করে মালিককে ফেরত দেওয়া হয়েছে। জনগণ সেবা দিতে পুলিশ পরিশ্রম করে যাচ্ছে প্রতিনিয়ত। স্ব স্ব মূল্যবান জিনিসপত্রের প্রতি আরও বেশি যত্নবান হওয়ার আহ্বান রাখেন পুলিশ সুপার।

এ সময় হারানো মোবাইল ফোনের মালিকরা বলেন, হারানো মোবাইল ফোন ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। সাতক্ষীরা জেলা পুলিশের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা মোবাইল ফোন ফেরত পেয়ে বেশ আনন্দিত। পুলিশের এমন মহতী কাজকে সাধুবাদ জানিয়েছে উপস্থিত সবাই।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আতিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার এ.এম.জে সোহেলসহ প্রমুখ।

সোহাগ হোসেন/আরকে