হরতাল সমর্থনে হেফাজত নেতাকর্মীদের তাণ্ডবের পর এবার যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

রোববার (২৮ মার্চ) রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ গ্রাহকদের মাঝে পাইপের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে থাকে।

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা আশিকুর রহমান জানান, রাত ১১টার দিকে তার স্ত্রী খাবার গরম করার জন্য গ্যাসের চুলায় আগুন ধরাতে গিয়ে দেখেন গ্যাস নেই। ফলে খাবার গরম করতে পারেননি। গ্যাস না থাকায় অনেক সমস্যা হচ্ছে বলে জানান তিনি।

কান্দিপাড়া এলাকার বাসিন্দা আফরিনা আক্তার জানান, গ্যাস না থাকার বিষয়টি রাত সাড়ে ১১টার দিকে টের পান তিনি। গ্যাস না থাকার ফলে রান্না করতে পারেননি।

এ ব্যাপারে জানতে চাইলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়ার উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. রবিউল হক বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ আপাতত বন্ধ রয়েছে। কখন গ্যাস সরবরাহ শুরু হবে, সে বিষয়ে এখনো বলা যাচ্ছে না।

এর আগে রোববার হরতাল চলাকালে হেফাজতকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয়, পৌর মিলনায়তন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর, সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের কার্যালয় ও বাড়ি এবং জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এছাড়া হরতালকারীরা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব ভবনে ভাঙচুর করে এবং ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির ওপর হামলা চালান হেফাজত নেতাকর্মীরা।

আজিজুল সঞ্চয়/এএম