চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ জুন) বিকেলে উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেট পাড়ার অদূরে সন্ন্যাসী তলার মাঠে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হওয়ায় তাৎক্ষণিকভাবে স্থানীয় ব্যক্তিরা এবং প্রশাসন যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) নাসির উদ্দিন মৃধা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ন্যাসী তলার মাঠে ট্রেন লাইনের পাশে অজ্ঞাতনামা যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। ধারণা করা হচ্ছে- যুবকটি চলন্ত রুপসা এক্সপ্রেস ট্রেন থেকে চাকার তলে পড়েছে। শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। যুবকের আনুমানিক বয়স ২৫-২৬ বছর হবে। রেলওয়ে পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে।

দর্শনা রেলওয়ে পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

এমজে