সিলেট নগরের নাইওরপুল পয়েন্ট সংলগ্ন এলাকায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক প্রাণ হারিয়েছেন। রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, কুমারপাড়ার দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক নাইওরপুলে এম্পোরিয়াল হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর পথচারীরা ট্রাকটি আটক করলেও এর চালক পলাতক রয়েছেন।

মাসুদ আহমদ রনি/এনএফ