ঈদের পরদিনও পাটুরিয়া হয়ে বাড়ি ফিরছে মানুষ
ঈদের পরদিনও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট পার হয়ে গ্রামের বাড়ি ফিরছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। ঘাট এলাকায় সাধারণ যাত্রীর সংখ্যা কম থাকলেও সকাল থেকে যাত্রীবাহী বাসের সংখ্যা বাড়তে থাকে। ফলে ঘাট এলাকায় দূরপাল্লার বাসের সারি কিছুটা দীর্ঘ হয়। এতে বাসের যাত্রী ও চালকদের বেশ কিছু সময় ঘাট এলাকায় অপেক্ষায় থাকতে হয়।
শুক্রবার (৩০ জুন) পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৮টি ফেরির মধ্যে ৮টি ফেরি ঘাট এলাকায় নোঙর করে রেখেছে ঘাট কর্তৃপক্ষ। নৌরুটে ১০টি ফেরি দিয়ে ঘাট পার হতে আসা যাত্রী ও যানবাহনগুলো পারাপার করা হচ্ছে। নৌবহরে ফেরির সংখ্যা কম থাকায় বাসের সারি দীর্ঘ হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ঘাট এলাকায় থেকে আরসিএল মোড় ছাড়িয়ে বাসের দীর্ঘ সারি ছিল বলে জানা গেছে।
বিজ্ঞাপন
দুপুর সোয়া ২টার দিকে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন জানান, ঈদের ছুটির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের বেশ কয়েকটি ফেরি ঘাট এলাকায় নোঙর করে রাখা হয়েছে। সকালের দিকে যানবাহনের সংখ্যা কম থাকায় ফেরিগুলোকে বসিয়ে রাখা হয়। তবে যানবহানের সংখ্যা বেড়ে যাওয়ায় ১৪টি ফেরি নৌরুটে চলাচল করেছে। ঘাট এলাকায় জিরো পয়েন্ট থেকে আরসিএল মোড় পর্যন্ত ৫০টিরও বেশি বাস নৌরুট পারের জন্য সিরিয়াল অনুযায়ী রয়েছে। তবে ঘণ্টাখানেকের মধ্যেই এসব অপেক্ষমাণ যানবাহন নদী পার হতে পারবে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, এবারের ঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীদের ঘাট এলাকায় এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়নি। ঘাট এলাকায় আসা মাত্রই যাত্রী ও যানবাহনগুলো ফেরিতে উঠে নৌরুট পার হয়ে গন্তব্যের দিকে চলে যেতে পেরেছে। তবে বৃষ্টির কারণে যাত্রীদের কিছুটা দুর্ভোগ হলেও নৌরুট পারাপারে স্বস্তি ছিল।
সোহেল হোসেন/আরএআর