ব্রাহ্মণবাড়িয়ায় চার কাঁচা মরিচ দোকানিকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাভাবিক দামে কাঁচা মরিচ বিক্রি এবং ক্রয় রসিদ না থাকায় চার দোকানিকে ছয় হাজার টাকা জরিমানা করেছে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৩ জুলাই) বেলা ১১টায় জেলা শহরের কাউতলি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, অনেক দোকানে ক্রয়ের রসিদ নেই এবং বাড়তি দামে কাঁচা মরিচ বিক্রি করা হচ্ছে। এর ফলে অভিযানে চার দোকানিকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বাহাদুর আলম/এমজেইউ
বিজ্ঞাপন