ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার মুর্যাল উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও সাত বীরশ্রেষ্ঠের মুর্যাল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তার পাশে এসব মুর্যাল উদ্বোধন করা হয়।
বালিয়াডাঙ্গীর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার রায়ের সভাপতিত্বে মুর্যাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম।
বিজ্ঞাপন
এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দবিরুল ইসলাম এমপি বলেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতেই এসব মুর্যাল উদ্বোধন করা হলো। এই মুর্যালগুলো পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানান দেবে।
বিজ্ঞাপন
টিএম