গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় রেলক্রসিং অতিক্রমকালে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লেগে আল-আমিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কারের আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। 

গতকাল বুধবার (৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের পশ্চিম আউটার সিগন্যাল সংলগ্ন এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লাগে। 

নিহত আল-আমিন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার রামকৃষ্ণপুর এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি ঢাকায় একটি বাসার কেয়ারটেকার ছিলেন। 

আহতরা হলেন- গাড়ির মালিক সিদ্দিকুর রহমান (৫২), তার নাতনি তানিয়া (২২), সাদিয়া (১৬), মারিয়া (১৪) ও  গাড়ির চালক আব্দুস সাত্তার (৩৪)। ঈদ উপলক্ষ্যে তারা ঢাকা থেকে কালীগঞ্জে বেড়াতে এসেছিলেন। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় বলেন, বুধবার দিবাগত রাতে কালো রঙের একটি প্রাইভেট কারে ঢাকার উদ্দেশ্যে ফিরছিলেন আল-আমিনসহ ছয়জন। রাত সাড়ে ১২টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পশ্চিম আউটার সিগন্যাল সংলগ্ন এলাকার রেলক্রসিং অতিক্রমকালে চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে উল্টে প্রাইভেট কারের সব যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন। 

গুরুতর আহত গাড়ি চালককে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আল-আমিনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্তের পর তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় বলেন, দুর্ঘটনার পর রাত ৩টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শিহাব খান/এএএ/আরএআর