নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ভোট নিয়ে চোরামি কেন করতে হবে? নির্বাচন একটি দলবদ্ধ কাজ। সবার সহযোগিতায় বিগত দিনে ভালো নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন ভালো নির্বাচন উপহার দিতে পেরেছে। যেখানে প্রশাসনের সহযোগিতাও ছিল চোখে পড়ার মতো। নির্বাচনে কোনো অস্বচ্ছতা নেই। নির্বাচন নিয়ে আপনাদের চিন্তা করার মতো কিছু নেই। আমরা আপনাদের সেবায় শতভাগ নিয়োজিত।

বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।   

আহসান হাবিব খান আরও বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচনে সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করা। ভান্ডারিয়া ইতোপূর্বে যখন এসেছিলাম তখন মনে হয়েছিল স্বর্গের শহর। কিন্তু বর্তমানে এসে তা মনে হচ্ছে না। উপজেলায় পৌঁছানোর আগেই পোস্টার ও লিফলেটসহ নানা আচরণবিধি লঙ্ঘন দেখা যাচ্ছে। আমরা ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনকে মডেল নির্বাচন করতে চাই। 

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর, জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা।

আবীর হাসান/আরএআর