মামার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় মামার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আব্দুর রহিম (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আব্দুর রহিম খুলনা জেলার কয়রা উপজেলার দেবকাশি গ্রামের সাহেব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গত তিনদিন আগে গাবুরায় মামা আব্দুল্লার বাড়িতে বেড়াতে আসে আব্দুর রহিম। বৃহস্পতিবার দুপুরে আব্দুর রহিম তার সমবয়সী মামাতো ভাই আব্দুর রহমানের সঙ্গে খেলতে গিয়ে দুইজনই পানিতে পড়ে যায়। স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে আব্দুর রহমান সুস্থ হলেও আব্দুর রহিমের অবস্থার অবনতি হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কালাম আজাদ শিশু আব্দুর রহিমের জানান, গাবুরা এলাকায় মামার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে আব্দুর রহমান নামে একটি শিশু মারা গেছে। বিষয়টি জানামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করে পানিতে ডুবে নিহতের বিষয়ে সত্যতা পেয়েছে।
সোহাগ হোসেন/জেডএস