ভালোবাসার টানে ফরিদপুরে মালয়েশিয়ান তরুণী
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা জাফর মাতুব্বর (৩৫)। জীবিকার তাগিদে ১৫ বছরের বেশি সময় ধরে কাজ করছেন মালয়েশিয়ায়। সেখানে পরিচয় হয় স্থানীয় তরুণী ফাজিরা বিনতে আব্দুল আজিজের (২৫) সঙ্গে। সেখানেই ২০১৯ সালে তাদের বিয়ে হয়। গত বুধবার (৫ জুলাই) স্বামীর দেশে এসেছেন ফাজিরা।
জাফর মাতুব্বর ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কররা গ্রামের মৃত আবুল কাসেম মাতুব্বরের ছেলে।
বিজ্ঞাপন
আরও পড়ুন : এবার মালয়েশিয়ার তরুণী কুমিল্লায়
শুক্রবার (৭ জুলাই) মালয়েশিয়ান তরুণীকে বিয়ে করে নিয়ে আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই দম্পতিকে দেখতে বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমে। বুধবার (৫ জুলাই) ফাজিরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন। সেখান থেকে পরদিন বৃহস্পতিবার (৬ জুলাই) স্বামী জাফর মাতুব্বরের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের কররা গ্রামে পৌঁছান।
বিজ্ঞাপন
আরও পড়ুন : ফেসবুকে প্রেম, বিয়ে করতে গাজীপুরে ছুটে এলেন মার্কিন তরুণী
এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাফর মাতুব্বর প্রথমে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে যান। পরবর্তীতে সেখানে তিনি একটু ছোটখাটো ব্যবসা করতেন। ওই ব্যবসা করার সময় পরিচয় হয় ফাজিরা বিনতে আব্দুল আজিজের সঙ্গে। পরিচয় থেকে ধীরে ধীরে প্রণয়। ২০১৯ সালের দিকে তারা মালোয়শিয়ায় দুই পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিছুদিন আগে জাফর মাতুব্বর একাই দেশে আসেন। পরবর্তীতে গত বুধবার (৫ জুলাই) ওই তরুণী বাংলাদেশে আসেন।
আরও পড়ুন : প্রেমের টানে ঠাকুরগাঁওয়ে এসে বিয়ে করলেন ইতালির যুবক
জাফর মাতুব্বর বলেন, আমি মালয়েশিয়ায় ব্যবসা করার সময় ফাজিরার সঙ্গে পরিচয় হয়। পরিচয় থেকে ভালোবাসা। আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। পরবর্তীতে আমরা দুই পরিবারের সম্মতিতে বিয়ে করি। আমি বাড়ি আসার পর আমার ভালোবাসার টানে সে বাংলাদেশে চলে আসে। সে নিজেই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে এসেছে। এতো আমরা দুইজন ও আমার পরিবারের সবাই খুশি। আবার আমরা একসঙ্গে মালোয়শিয়া যাব।
তিনি বলেন, ফাজিরাও বাংলাদেশে এসে খুশি। এদেশের মানুষ ও মেহমানদারির খুব প্রশংসা করেছে। ইন্টারনেটে দেখে এদেশের দর্শনীয় স্থানগুলো সম্পর্কেও ওর খুব ভালো একটা ধারণা তৈরি হয়েছে। এবার কুয়াকাটা ও কক্সবাজার ভ্রমণের কথা আমাকে জানিয়েছে।
আরও পড়ুন : প্রেমের টানে জার্মান তরুণী ছুটে এলেন গোপালগঞ্জে
আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান হাওলাদার বলেন, আমি বিষয়টি আজই জেনেছি। ইতোমধ্যে বিষয়টি এলাকার বাইরেও পুরো জেলাজুড়ে ছড়িয়ে পড়েছে। অনেকেই আমাকে ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছেন।
আজিমনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইশারত মাতুব্বর বলেন, জাফর দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় আছে। বিদেশে বিয়ের খবরটা আমরা আগেই জানতাম। সে আমাদের এলাকার মানুষের সুখে-দুঃখে সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ায়। বিদেশি বউ এখন দেশে নিয়ে আসায় অনেকেই আগ্রহ নিয়ে দেখতে আসছেন।
জহির হোসেন/আরএআর