ফেনীতে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ফেনীর দাগনভূঞায় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন যাত্রী নিহত হয়েছেন৷ এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
সোমবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে দুলামিয়া কটন স্প্রিং মিলের সামনে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতদের মধ্যে শুভ (৩০) নোয়াখালী জেলার সদর উপজেলার দক্ষিণ শরীফপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। নিহত অপরজন নারী। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
এ দুর্ঘটনায় নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরভাগী গ্রামের গৌরাঙ্গ মজুমদারের ছেলে মিঠুন মজুমদার (৩২), সদর উপজেলার ধর্মপুর গ্রামের বশির আহমেদের ছেলে মো. ইব্রাহিম খলিল (২৫) এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা গ্রামের লিটনের ছেলে নিলয় (২০) আহত হয়েছেন। আহতদের দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। তবে মিঠুন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় দিকে তারা সিএনজিচালিত অটোরিকশায় চড়ে ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার দুলামিয়া কটন স্প্রিং মিলের সামনে এলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। বাসটি দ্রুতগতিতে ফেনীর দিকে চলে যায়। আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।
ফেনী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। অপর নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। তাদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দাগনভূঞায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম ঢাকা পোস্টকে জানান, দুর্ঘটনার পর বাসটি চট্টগ্রামের দিকে পালিয়ে গেছে। এছাড়া সিএনজি অটোরিকশার চালককে খুঁজে পাওয়া যায়নি।
তারেক চৌধুরী/কেএ