টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে ইটবাহী ট্রাকের ধাক্কায় সিএন‌জিচা‌লিত অটোরিকশার দুই যাত্রী নিহত হ‌য়ে‌ছেন।  আহত হ‌য়ে‌ছেন সাতজন। এদের ম‌ধ্যে দুইজ‌নের অবস্থা আশংঙ্কাজনক। 

মঙ্গলবার (১১ জুল‌াই) দুপু‌রে ভূঞাপুর-টাঙ্গাইল সড়কের উপ‌জেলার নগরবা‌ড়ী ঋষিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। আহত‌দের টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠানো হ‌য়েছে।

নিহত‌দের মধ্যে একজ‌নের প‌রিচয় পাওয়া গে‌ছে। তিনি হলেন ভূঞাপুর উপ‌জেলার গো‌বিন্দাসী ইউনিয়‌নের খানুরবা‌ড়ি এলাকার আব্দুর র‌শিদের ছে‌লে সাইফুল (৩৮)। 

টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌ল পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত‌দের ম‌ধ্যে চি‌কিৎসাধীন অবস্থায় দুইজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। এছাড়া একজ‌নকে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় পাঠানো হ‌য়েছে। আহত‌রা হাসপাত‌া‌লে ভ‌র্তি হ‌য়ে চি‌কিৎসা নিচ্ছেন। 

তি‌নি আরও জানান, নিহ‌তের ম‌ধ্যে একজ‌নের প‌রিচয় পাওয়া গে‌ছে। আইনি প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

অভি‌জিৎ ঘোষ/আরএআর