কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষের ঘটনায় বিদেশ পালানোর সময় আটক ১
আটক এবাদুল হক
মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন নিহতের ঘটনার অন্যতম পরিকল্পনাকারী এবাদুল হককে বিদেশ পালানোর সময় ঢাকা থেকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(১১ জুলাই) বিকেলে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশিস ধর।
বিজ্ঞাপন
তিনি জানান, আটক এবাদুল হক আগে দুবাইয়ে বসবাস করতেন। সেই তথ্যের ভিত্তিতে পরবর্তীতে গোয়েন্দা নজরদারিতে আজ ঢাকা থেকে তাকে আটক করা হয়।
শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি চারজন নিহতের ঘটনার অন্যতম পরিকল্পনাকারী এবাদুল হক বিদেশে পালানোর পাঁয়তারা করছেন ও যেকোন মুহূর্তে দেশত্যাগ করতে পারেন। তাই পুলিশের বিশেষ নজরদারিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত অভিযান চালিয়ে উভয়পক্ষের ৮ জনকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গতকাল সোমবার (১০ জুলাই) সকালে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে সরাইমরল ও মালদার গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে চারজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- হাসনাবাদ গ্রামের আব্দুল লতিফের ছেলে নুরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০), আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫) ও একই গ্রামের আছির মাহমদের ছেলে মুখলেছুর রহমান (৬০)।
মাসুদ আহমদ রনি/আরএআর