নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির তিন নেতাকে আজীবন বহিষ্কার
দলের সিদ্ধান্ত অমান্য করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির তিন নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। একইসঙ্গে তাদের নামে বহিষ্কারের চিঠি পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
বহিষ্কৃতরা হলেন- মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী নুরুল হক সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ও মেয়র প্রার্থী আবদুল ওয়াদুদ মাস্টার এবং ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মতিন মেম্বার।
চিঠিতে বলা হয়, বিএনপি এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অথচ দলের একজন সদস্য হয়ে ব্যক্তিস্বার্থ চিন্তা করে এ সিদ্ধান্তকে উপেক্ষা করেছেন ওইসব নেতা। আগামী ১৭ জুলাই চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা মেয়র ও কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করা হলেও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এর কোনো সন্তোষজনক জবাব না দিয়ে বরং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত রয়েছেন। তাই দলীয় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনে অংশগ্রহণকারী তিনজনকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, আমি শুনেছি তাদের তিনজনকে বহিষ্কার করা হয়েছে। কেউ দলের ঊর্ধ্বে নয়।
আনোয়ারুল হক/এমজেইউ