লালমনিরহাটের হারাটি ইউনিয়নে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার ওই ইউনিয়নে পুকুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে। 

নিহতরা হলো রহমাতুল্লাহ (৭) সদর উপজেলার হারাটি ইউনিয়নের চাঁন্দের বাজার গ্রামের সুজন মিয়ার ছেলে ও আব্দুল্লাহ (১২) একই গ্রামের আপন মিয়ার ছেলে। তারা দুইজন চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে প্রচণ্ড বৃষ্টিতে দুই ভাই মিলে গোসল করতে যায়। এর পরেই  বিকেল হলেও তাদের কোনো খোঁজ-খবর না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে গ্রামের কয়েকজন নতুন একটি পুকুরে গোসল করেছেন এমন কথা শুনে ওই পুকুরে খুঁজতে থাকে। পরে না পেয়ে সদর ফায়ার সার্ভিসের টিমকে খবর দিলে তারা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুজন মরদেহ উদ্ধার করে। 

হারাটি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার বলেন, তারা দুই চাচাতো ভাই পুকুরে নেমে নিখোঁজ হয়েছিল। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

নিয়াজ আহমেদ সিপন/এমএ