ক্রীড়ায় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কদমতলা স্কুল
শতাধিক শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দিয়েছে কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ। গত শুক্রবার (১৪ জুলাই) রাজধানীর বৌদ্ধমন্দিরের বিশুদ্ধানন্দ মহাথেরো ও শুদ্ধানন্দ মহাথেরো অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি ইয়াহিয়া সোহেল।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল আলম। এসময় অসংখ্য খুদে ক্রীড়াবিদ ও ছাত্র-ছাত্রীদের করতালিতে অনুষ্ঠানটি বেশ জমকালো হয়ে ওঠে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের ৫নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্ত রঞ্জন দাস, ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা শমসের,৭৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাছির আহমেদ রতন, আ. লীগের ইউনিট সভাপতি আবুল কালাম আজাদ ও নাজমুল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে খেলাধুলায় সাফল্যে খঁচিত শিক্ষার্থীরা সার্টিফিকেট, ক্রেস্ট ও সম্মাননা স্বারক গ্রহণ করেন। এসময় অভিভাবকদেরও সংবর্ধনা দেওয়া হয়।
বিশেষ সংবর্ধনায় ক্রিকেট কোচ মোস্তাফিজুর রহমান শাহরিয়ারের নেতৃত্বে জাতীয় পর্যায়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বালক-বালিকা বিভাগে সংবর্ধিত হয়েছেন যথাক্রমে ১৯ ও ১৭ জন। একই কোচের তত্বাবধানে ঢাকা মহানগর ও ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধিত হয়েছেন ১৭ জন ছাত্রী।
এছাড়া ক্রিকেটে বিশেষ অবদান রাখায় সংবর্ধিত হয়েছেন অত্র স্কুলের সাবেক খেলোয়াড় মাকসুদ-উর রহমান ( বাংলাদেশ অনুর্ধ ১৯-এর জাতীয় দলের নির্বাচিত খেলোয়াড়), মো. হাসান (ঢাকা দ্বিতীয় বিভাগের নিয়মিত খেলোয়াড়), মো. সুমন ইসলাম ও অরিত্রী নির্জনা ( বিকেএসপি’তে খেলছে)।
ফুটবলের কোচ মো. মাসুমের নেতৃত্বে ২১ জন খেলোয়াড় সংবর্ধিত হয়েছেন। হ্যান্ডবল ও অ্যাথলেটিক্স কোচ বৈরাম খান রনির হ্যান্ডবলে ২৭ জন এবং অ্যাথলেটিক্সে ১২ জন ছাত্র-ছাত্রী সংবর্ধিত হয়েছেন। সেই সঙ্গে ক্রিকেট কোচ শাহরিয়ার, ফুটবলের মাসুম এবং হ্যান্ডবল ও অ্যাথলেটিক্স কোচ বৈরাম খান রনি বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে।
পাশাপাশি সমন্বয়ক লামিয়া জালাল, সংশ্লিষ্ট শিক্ষক কবির হোসেন, মাহমুদা সুলতানা ও ইকবাল হোসেইন, বিশেষ সম্মাননায় কাজী আফসার উদ্দিন আহমেদ এবং বিশেষ সহযোগীতায় মো. পারভেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এমএএস