বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ বলেছেন, বর্তমান সরকার একতরফা নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় জেলার এসপি, ডিসি ও ডিআইজিদের রদবদলে ব্যস্ত হয়ে উঠেছে। পছন্দের লোকদের বেছে বেছে পোস্টিং দিচ্ছে। 

রোববার (১৬ জুলাই) বিকেলে আগামী ১৮ জুলাই প্রধানমন্ত্রীর পদত্যাগসহ নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে পদযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে প্রস্ততি সভায় তিনি এসব কথা বলেন।  

হারুনুর রশীদ আরও বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন একতরফা হলে আমার বাড়ির সামনের নির্বাচন অফিস, ডিসি অফিস ও এসপি অফিস অবরুদ্ধ করে রাখা হবে। কোনো মূল্যে নির্বাচনী সরঞ্জাম বের হতে দেওয়া হবে না। এতে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবে। সাধারণ মানুষের রক্ত পেরিয়ে তাদের বের হতে হবে।

তিনি বলেন, এলিট ফোর্স র‍্যাব তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করেনি। তারা গুম-খুনে জড়িত থাকায় তাদের ওপর নিষেধাজ্ঞা এসেছে। নিষেধাজ্ঞা আসার পরে শতকরা ৯৫ ভাগ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমে এসেছে। আর ভিসানীতি ঘোষণার পর আওয়ামী লীগের লোকজনের মুখ শুকিয়ে গেছে। 

হারুনুর রশীদ বলেন, ঢাকায় এক মাইলের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ হলো। এতে কোনো বিশৃঙ্খলা হয়নি। আওয়ামী লীগের লোকদের বিশ্বাস করা যাবে না। কারণ ন্যাড়া বেল তলায় একবারই যায়। বারবার যাবে না। সুতরাং জনগণের জোয়ার কোন দিকে যাবে শেখ হাসিনা এখনো বুঝতে পারেননি। তাদের অনেকের বিমানের টিকিট কাটা আছে। তারা বুঝে নিয়েছে বাংলাদেশের আবহাওয়া মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়। 

জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সেন্টু, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল বারেক প্রমুখ। 

জাহাঙ্গীর আলম/আরএআর