বাংলাদেশ ভালো খেলছে : মাশরাফি
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের মেন্টর হওয়া প্রসঙ্গে বলেছেন, এখনো বিশ্বকাপের দেরি আছে। বাংলাদেশ এখন ভালো ক্রিকেট খেলছে। মেন্টর হওয়া না হওয়াটা পরের বিষয়।
রোববার (১৬ জুলাই) বিকেলে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মাশরাফি বলেন, নড়াইলে ভালো একটা একাডেমি গড়ে তোলার মূল কারণ ছিল স্পোর্টসের মাধ্যমে খেলোয়াড়রা যেন তাদের জীবনটা সেট করতে পারেন। সবাই জাতীয় দলে বা লিগ পর্যায়ে খেলার সুযোগ পাবে না। এখন খেলার জোয়ার চলছে, সরকারি বাহিনীগুলোতে খেলোয়াড় কোটায় চাকরির সুযোগ পেয়ে নিজেদের ক্যারিয়ার গড়ছে অনেকে। পাশাপাশি তাদের পরিবারগুলো বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছে।
তিনি বলেন, ২০১৭ সালে প্রতিষ্ঠিত ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ খেলোয়াড় তৈরিতে কাজ করছে। ভালো লাগার বিষয় এটাই। এই একাডেমিতে দক্ষ কোচের তত্ত্বাবধানে প্র্যাকটিস করে বাংলাদেশ সেনাবাহিনীতে সাতজন খেলোয়াড় কোটায় চাকরি করছেন এবং সেনাবাহিনী দলে ফুটবল খেলছেন।
বিজ্ঞাপন
মাশরাফি বলেন, খেলায় প্রধান অতিথির চেয়ারে বসে না থেকে মাঠে নেমে খেলতে বেশি পছন্দ করি। প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করার মূল কারণ ছিল তাদের সঙ্গে খেলে উঠতি খেলোয়াড়দের উৎসাহ দেওয়া, তাদের মনোবল চাঙ্গা করা।
সরেজমিনে দেখা যায়, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন দলের অধিনায়ক হয়ে নড়াইল জেলা ফুটবল একাদশের বিপক্ষে মাঠে নেমে পড়েন মাশরাফি। নানা বয়সী দর্শক তার খেলা দেখে করতালির মাধ্যমে দলের প্রতি সমর্থন জানান। বিভিন্ন কারিকুরির মাধ্যমে জানান দেন ক্রিকেটার মাশরাফি ফুটবলেও ঢের পারদর্শী।
আক্রমণ পাল্টা আক্রমণে দুই দলই দর্শকদের একটি চমৎকার ফুটবল ম্যাচ উপহার দিলেও নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলশূন্য ড্রর মধ্য দিয়ে সমাপ্ত হয়। পরে দুই দলকেই বিজয়ী ঘোষণা করা হয়। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন কার্তিক দাস।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মুন্নু, মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন, নড়াইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন সাহা, নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল প্রমুখ।
সজিব রহমান/আরএআর