৯৯৯ নম্বরে কল করায় প্রাণ বাঁচলো শালিক পাখির
লাইটপোস্টের বাল্ব কভারে আটকে যায় একটি শালিক পাখি। খবর পেয়ে ছুটে এলো ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী টিম। তাদের আধা ঘণ্টার চেষ্টায় সুস্থভাবে প্রাণে বাঁচল পাখিটি।
রোববার (১৬ জুলাই) দুপুরে বরিশাল নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বরিশাল সদর স্টেশনের অফিসার আবাস উদ্দিন।
বিজ্ঞাপন
তিনি বলেন, দুপুরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে স্থানীয়রা কল করে জানান সদর রোডের একটি লাইটপোস্টের বাল্ব কভারের মধ্যে একটি শালিক পাখি আটকে পড়েছে। বিদ্যুতায়িত হয়ে পাখিটি মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ৯৯৯ নম্বর থেকে বিষয়টি সদর স্টেশনকে জানানো হলে টিম লিডার ওয়াদুদের নেতৃত্বে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে পাখিটিকে জীবন্ত উদ্ধার করে আনে ও মুক্ত আকাশে ছেড়ে দেয়।
আব্বাস উদ্দিন আরও বলেন, পাখিটি সামান্য ব্যথা পেলেও বড় ধরণের আহত হয়নি। এজন্য অবমুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় শহিদুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজন এসে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আধা ঘণ্টার চেষ্টায় পাখিটিকে উদ্ধার করেন। একটি প্রাণ বাঁচাতে ফায়ার সার্ভিসের এই প্রচেষ্টা অনুকরণীয়।
সৈয়দ মেহেদী হাসান/আরকে