১৩ ঘণ্টা ফেরিঘাটে অপেক্ষা, যানবাহনের দীর্ঘ সারি
পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি
পাটুরিয়া ফেরিঘাটে বাড়ছে যানবাহনের চাপ। সাড়ে নয় ঘণ্টা পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় রোববার (০৬ ডিসেম্বর) রাত থেকে ঘাটে বাস ও পণ্যবাহী ট্রাকের যানজট লেগে যায়। রাতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
এদিকে, ঘাট এলাকায় দীর্ঘসময় অপেক্ষা করেও নদী পার হতে না পারায় চরম দুর্ভোগে পড়েন বাসের যাত্রীরা। পাটুরিয়া ঘাটে খাবার হোটেল, শৌচাগার না থাকায় সবচেয়ে বিপাকে পড়েন নারী ও শিশুরা।
বিজ্ঞাপন
সোমবার (০৭ ডিসেম্বর) দুপুর আড়াইটায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সরেজমিনে দেখা যায়, পাটুরিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকামুখী সড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় বাসের দীর্ঘ সারি। পাটুরিয়ার দুটি ট্রাক টার্মিনালে চারশ পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে ব্যক্তিগত গাড়ি ঘাটে এলেই ফেরিতে উঠে যাচ্ছে।
খুলনাগামী হানিফ পরিবহনের যাত্রী বোরহান হোসেন বলেন, অফিস থেকে তিনদিনের ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছি। ছুটির তিনদিনের একদিন ঘাটেই চলে গেল। ঘাটে এসে দেখি কুয়াশার কারণে ফেরি বন্ধ। ১০ ঘণ্টা অপেক্ষা করেও আমাদের বাস ফেরিতে উঠতে পারেনি।
বিজ্ঞাপন
ঈগল পরিবহনের যাত্রী হাসেম আলী বলেন, রোববার দিবাগত রাত ২টায় পাটুরিয়ায় এসেছি। ফেরি বন্ধ থাকায় পার হতে পারিনি। বাসে বসে থেকে অসুস্থবোধ করছি। আমাদের ভোগান্তি কখনও কমবে না।
পারাপারের অপেক্ষায় থাকা ট্রাকচালক হাবিব বলেন, কি আর বলব; বলার কিছুই নেই। ঘাটে বাসের চাপ থাকলেও ভোগান্তি; না থাকলেও ভোগান্তি। এখন রাতে কুয়াশা থাকে, দিনে বাসের চাপ। ১৩ ঘণ্টা অপেক্ষা করেও ফেরিঘাট পার হতে পারিনি। আজ পার হতে পারব কিনা জানি না।
পাটুরিয়া ফেরিঘাটের বিআইডব্লিউটিসির (বাণিজ্য) ব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, পদ্মায় কুয়াশার কারণে সাড়ে নয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
তিনি বলেন, মূলত ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় বাস ও ট্রাক আটকে যায়। নৌরুটে ১৬টি থাকলেও ১৫টি ফেরি চলাচল করছে। তবে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় থাকা যানবাহনগুলো পার করতে পারব। সবশেষ পাটুরিয়া ঘাট এলাকায় বাস ও ট্রাক মিলে সাড়ে পাঁচশ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
এএম