রংপুরে ফেনসিডিলসহ চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার
রংপুরের কাউনিয়ায় ঢাকাগামী যাত্রীবাহী বাস থেকে ফেনসিডিলসহ গাড়ীর চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত হাজী সরকার পরিবহন নামে একটি বাস জব্দ করা হয়।
বুধবার (১৯ জুলাই) আটক তিনজনকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর কারাগারে পাঠায় পুলিশ।
বিজ্ঞাপন
গ্রেপ্তাররা হলেন, বাসটির চালক বরিশালের গৌরনদী বড় কাসবা গ্রামের জালাল হাওলাদারের ছেলে রনি হাওলাদার (৩২), সুপারভাইজার পিরোজপুর ভান্ডারিয়া ধাওয়া গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে সগীর হাওলাদার (৩৪), এবং চালকের সহকারী লালমনিরহাট কালীগঞ্জের হররাম পোড়াবাড়ি গ্রামের বাবুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২২)।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকার রংপুর কুড়িগ্রাম মহাসড়কে ঢাকাগামী হাজী সরকার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
বিজ্ঞাপন
তিনি বলেন, বাসটির বডিতে বিশেষ কায়দায় ফেনসিডিল পাচার করে নিয়ে যাচ্ছিলেন তারা। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে এবং আটক তিনজনকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/এফকে