গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৪৬ জন
গাজীপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত ১৪৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (২২ জুলাই) রাতে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ জেলার অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২২ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ জেলায় মোট ১৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ৮০ জন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে একজন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও জেলার বেসরকারি হাসপাতালে ২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।
বিজ্ঞাপন
সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান বলেন, হঠাৎ করেই মহানগরে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। তবে আমরা মহানগরের দুটি বিশেষায়িত হাসপাতাল ছাড়াও উপজেলা পর্যায়ে ডেঙ্গু রোগী শনাক্ত ও চিকিৎসার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
সিভিল আরও বলেন, আমরা সর্বোচ্চ সতর্কতায় চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। চিকিৎসার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও কাজ করছি।
বিজ্ঞাপন
মহানগরে মশক নিধনের বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো. আঃ হান্নান বলেন, আমরা মহানগরকে ১০টি অঞ্চলে বিভক্ত করে মশক নিধন অভিযান, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। এছাড়াও মানুষকে সচেতন করতে প্রচারণা চালাচ্ছি। অনেককেই সতর্ক করে নোটিশও দেওয়া হচ্ছে। এরপরও যারা সতর্ক হবে না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত চালানোর কথা ভাবা হচ্ছে।
শিহাব খান/এমএএস