নওগাঁর রাণীনগরে বেপরোয়া গতিতে চলা ভাতিজার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রেহেনা বেগম (৪৫) নামে এক আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলার রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক সড়কের সোনাকানিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেহেনা বেগম উপজেলার একডালা গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, রেহেনা বেগমের বড় ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে সিএনজি যোগে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছিল। সিএনজিতে স্বজনরা বসার পর জায়গা না পাওয়ায় ভাতিজা আব্দুর রাজ্জাককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে রাণীনগর-আবাদপুকুর সড়ক হয়ে একই গন্তব্যে যাচ্ছিলেন রেহেনা বেগম। একপর্যায়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো শুরু করেন আব্দুর রাজ্জাক। পথে সোনাকানিয়া ব্রিজ এলাকায় স্পিডব্রেকারের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে হোঁচট খেয়ে সড়কে ছিটকে পড়েন রেহেনা বেগম। তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় রেহেনাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেহেনার ভাতিজার বিরুদ্ধে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।

আরমান হোসেন রুমন/এসএসএইচ/