প্রতীকী ছবি

কক্সবাজারে শিশু (৭) ধর্ষণের দায়ে মোহাম্মদ ইসলাম নামে এক মাদরাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক জেবুন্নাহার আয়েশা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শিক্ষক চকরিয়ার ৫নং ওয়ার্ডের করায়াঘোনা এলাকার মৃত আলী হোসেনের ছেলে এবং রামুর রশিদনগরের উত্তর কাহাতিয়াপাড়া নুরানী মাদরাসার শিক্ষক।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ জানুয়ারি বিকেলে রামুর রশিদনগরের উত্তর কাহাতিয়াপাড়া নুরানী মাদরাসা সংলগ্ন মসজিদে ঝাড়ু দেয়ার কথা বলেন। পরে ভেতরে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করেন শিক্ষক মোহাম্মদ ইসলাম। এ খবর জানাজানি হলে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ওই শিশুর বাবা। দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।

কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর স্পেশাল পাবলিক প্রসিকিউর সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে। একই সঙ্গে এ রায় চলমান ঘটে যাওয়া ধর্ষণের ঘটনা বন্ধে ভূমিকা রাখবে এমন ধারণা করছে রাষ্ট্রপক্ষ।

এসপি