গ্রেপ্তারকৃত জামায়াতে ইসলামীর দুই নেতা

সরকার বিরোধী কর্মকাণ্ডের জন্য বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আবজালুর রহমান ও পৌর জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জহিরুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বরগুনা শহরের মাছ বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুর রহমান।

বরগুনা থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বরগুনা থানার মামলা নম্বর ৫ এর তদন্ত প্রাপ্ত আসামি হিসেবে বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আবজালুর রহমান ও পৌর জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জহিরুল হককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সরকার বিরোধী বিভিন্ন প্রতিষ্ঠানে শিবির কর্মী দিয়ে লিফলেট বিতরণসহ নানা গুরতর অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে বরগুনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুর রহমান বলেন গ্রেপ্তারকৃত জামায়াত ইসলামী দুই সদস্যকে বিশেষ ক্ষমতা আইনের ১৫(১) এর (ক) ধারায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

খান নাঈম/এএএ