নসিমনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো যুবকের
রাজবাড়ী সদর উপজেলায় নসিমনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ার হোসেন মুন্না (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রেলস্টেশন সংলগ্ন রাইস মিলের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত মুন্না (২৫) খানগঞ্জ ইউনিয়নের খোশবাড়ী গ্রামের মৃত নুর ইসলামের ছেলে এবং আহত ব্যক্তির নাম আলামিন (২২)। তিনি একই গ্রামের হাসান সরদারের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে মুন্না তার মোটরসাইকেলের পেছনে আলামিনকে নিয়ে দ্রুত গতিতে খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রেলস্টেশন সংলগ্ন রাইস মিলের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নছিমনের সঙ্গে ধাক্কা খায়। এতে উভয়ই মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত আলামিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুরে রেফার্ড করেন।
বিজ্ঞাপন
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নসিমন ও মোটরসাইকেল একই দিকে যাচ্ছিল। কিন্তু মোটরসাইকেলের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মুন্না নামে এক যুবক মারা যায়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে তাকে ফরিদপুরে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় নসিমনচালকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মীর সামসুজ্জামান/এসকেডি