‘বাংলাদেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা বিএনপির’
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দুই বিএনপি নেতাকে নাকি হত্যা করা হয়েছে, এমন গুজব ছড়িয়ে দিয়ে দেশে আতঙ্ক সৃষ্ট করছেন বিএনপির এক নারী নেত্রী। বর্তমানে বিএনপি নেতারা বাংলাদেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা করছেন। শেখ হাসিনা বেঁচে থাকা অবস্থায় কখনই সেটা হতে দেবেন না।
২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর সফর উপলক্ষ্যে শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার পথ সভায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান।
তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিএনপির এক নারী ফেসবুক লাইভে বলেন, বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমানকে নাকি হত্যা করা হয়েছে। এসব ভিডিও ছড়িয়ে দিয়ে দেশে আতঙ্ক করে বাসসহ রাস্তায় আগুন দিয়েছে তারা। বর্তমানে বিএনপি নেতারা সন্ত্রাসী রাজনীতি কায়েম করার চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মির্জা ফখরুল কয়েকদিন আগেই লালমনিরহাটে এসেছিলেন। ঢাকার নীল নকশা এখানে করেছেন। যেখানেই বিএনপি সন্ত্রাস করবে সেখানেই পাল্টা জবাব দিতে হবে।
নিয়াজ আহমেদ সিপন/এসকেডি