কক্সবাজার-টেকনাফ মহাসড়কে হাইওয়ে পুলিশের উপস্থিতিতে গুলিভর্তি ব্যাগ রেখে পালিয়েছে এক অস্ত্র কারবারি। ঘটনাস্থলে পাওয়া ব্যাগে মিলেছে ২৫০ রাউন্ড গুলি।

শনিবার (২৯ জুলাই) দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে।

যেখানে টহলে ছিল উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশের একটি টিম। এ সময় পুলিশ দেখে উল্টো পথে হাঁটতে থাকে অজ্ঞাতনামা এক ব্যক্তি, পরে পুলিশ তাকে তল্লাশি করতে চাইলে হাতে থাকা ব্যাগ রেখে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে সে পালিয়ে যায়।

শাহপুরী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অজ্ঞাত ব্যক্তি আমাদের দেখে দ্রুত পালিয়ে যায়, পরে ঘটনাস্থল থেকে তার রেখে যাওয়া ব্যাগ থেকে উদ্ধার করা হয় রাইফেল ও পিস্তলের গুলি।

তিনি বলেন, পালিয়ে যাওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়াসহ বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জব্দকৃত গুলি থানার মালখানায় হস্তান্তর করা হয়েছে।

সাইদুল ফরহাদ/এসকেডি