নৌকায় ভোট দেওয়ার শপথ করিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

শনিবার (২৯ জুলাই) বিকেলে সোনাইমুড়ী কলেজ মিলনায়তনে পৌরসভার কৃষক লীগের পরিচয় সভায় তিনি এ শপথ করান।

এমপি বলেন, বিএনপি মিছিল করুক, সমাবেশ করুক তাতে আওয়ামী লীগের মাথা ব্যথা নেই। কিন্তু কোনো আগুন সন্ত্রাসের ঠাঁই শেখ হাসিনার সময়ে নেই। আমরা কাউকে ছাড় দেব না।

এমপি ইব্রাহিম আরও বলেন, কৃষক আছে বলেই দেশ আছে। কৃষকদের নানান সুযোগ সুবিধা দিচ্ছে বর্তমান সরকার। কৃষকের কোনো ক্ষয়ক্ষতি যদি বিএনপি করে তাহলে আপনারা ছাড় দেবেন না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ অনেক শক্তিশালী। আমরা ঘুরে দাঁড়ালে বিএনপি জামায়াতকে খুঁজে পাওয়া যাবে না। বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস আমাদের রুখে দাঁড়াতে হবে।

 কৃষক লীগের সবাইকে এমপি ইব্রাহিম নৌকায় ভোট দেওয়ার শপথ করিয়ে বলেন, আমাদের ঘরের কর্তা হলাম আমরা। আমরা শপথ করি পরিবারের সবাই মিলে নৌকার জন্য কাজ করব। আমরা সংখ্যায় কম না। প্রতিটি পরিবারের মধ্যে ৪/৫ জন ভোটার আছে। সবাই মিলে ভোট দিলে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু, সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরীসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এরপর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া বাজারে তিনি বলেন, বিএনপি সাপের খেলা শুরু করেছে। বিএনপি দেশে আগুন সন্ত্রাস শুরু করেছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে তারা আইন অমান্য করছে। যে হাত দিয়ে তারা হামলা করবে আপনারা সেই হাত ভেঙে দেবেন। বসে থাকার আর সময় নেই। সময় এসেছে সত্য প্রচারের। আমরা উন্নয়নের চিত্র প্রকাশ করে যাব। অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াব।

তিনি আরও বলেন, বিএনপির সময়ে এই এলাকা দিয়ে যাওয়া যেত না চোর ডাকাতের ভয়ে। বর্তমান আওয়ামী লীগের সময়ে এসব নেই। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। এই সোমপাড়া বাজারে হাটা যেতো না কাদার জন্য। এখন কোনো কাদা নাই। প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া গ্রামেও লেগেছে এটা তার প্রমাণ। 

হাসিব আল আমিন/আরকে