ফেনীতে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের সংঘর্ষে কিশোরের মৃত্যু
ফেনীর সোনাগাজীতে মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ লাবিব (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়ার ব্র্যাক অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দাগনভূঞা উপজেলার গনিপুরের মোহাম্মদ আলী হাসানের ছেলে আবদুল্লাহ আল মামুন (১৮) এবং অলী আহমেদের ছেলে সজিব (১৭) আহত হয়েছে। তারা তিনজনই দাগনভূঞা উপজেলার হাসান গণিপুরের বাসিন্দা। লাবিব মোটরসাইকেল চালাকালীন সময়েই এ দুর্ঘটনা ঘটে, তিনি ওই গ্রামের মো. আনোয়ারের ছেলে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই তিন বন্ধু মোটরসাইকেলযোগে সোনাগাজীর মতিগঞ্জ থেকে ফেনীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা তিনজন রাস্তায় ছিটকে পড়ে। তাদের মধ্যে লাবিব ঘটনাস্থলেই মারা যায়। পরে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
ফেনী জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে আনার আগেই লাবিবের মৃত্যু হয়েছে। অপর আহত দুইজনের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
তথ্যটি নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাসেম ঢাকা পোস্টকে জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
তারেক চৌধুরী/এফকে