আগামী শনিবার (৫ আগস্ট) রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার অনুমতি চেয়ে পুলিশের কাছে লিখিত আবেদন করেছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, গ্রেপ্তার সকল নেতা ও কারাবন্দি আলেমদের নিঃশর্ত মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ বেশ কিছু দাবিতে এ কর্মসূচি পালনের কথা বলা হয়েছে।  

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রংপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে যান অ্যাডভোকেট কাওছার আলীর নেতৃত্বে জামায়াতের আইনজীবী প্রতিনিধি দল। এ সময় পুলিশ কমিশনারের অনুপস্থিতিতে আবেদনটি গ্রহণ করে সংশ্লিষ্ট বিভাগ ।
 
এ ব্যাপারে মহানগর জামায়াতে ইসলামীর দপ্তর সম্পাদক আব্দুল্লাহ সাদিক জানান, কেন্দ্রঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি গত ২৮ জুলাই হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সেটি পেছানো হয়েছিল। আগামী ৫ তারিখে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালনের কথা জানিয়ে ও বাস্তবায়নে সহযোগিতা চেয়ে লিখিত আবেদন দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন আমাদের আবেদনপত্র গ্রহণ করেছে।

অনুমতি না পেলে কর্মসূচি পালন করবেন কিনা জানতে চাইলে দলের প্রচার সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী বলেন, আমরা আশাবাদী পুলিশ আমাদের অনুমতি দেবে। আমরা শাপলা চত্বরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করতে চাই। যদি অনুমতি না মেলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জামায়াতের আবেদন প্রসঙ্গে জানতে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উপ-কমিশনার মো. আবু বকর সিদ্দীকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। 

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর