ফরিদপুরে নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার
ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজের একদিন পর মিজান শেখ (২৫) নামে এক নির্মাণশ্রমিকের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রূপাপাত বামনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পেছনের মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন মিজান শেখ। তিনি উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের আহমেদ শেখের ছেলে। এদিন তিনি বাড়ি থেকে বের হওয়ার পর না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রুপাপাত বামনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পেছনের বাগানে মিজানের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে তা উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
মরদেহ উদ্ধারকারী বোয়ালমারী থানার ডহরনগর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক কবির আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে এনেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার ডান চোখ উপড়ানো অবস্থায় পাওয়া গেছে।
বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহালের কাজ শেষে শুক্রবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
বিজ্ঞাপন
জহির হোসেন/এফকে