কু‌ড়িগ্রামের উলিপুরে নিজ বাড়ির সিলিং ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে আজম আলী (৫৩) না‌মের এক শিক্ষকের মৃত্যু হ‌য়ে‌ছে।

শুক্রবার (৪ আগস্ট) দুপু‌রে উপজেলার হা‌তিয়া ইউনিয়নের হাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজম আলী উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের হাজির বাজার এলাকার বাসিন্দা ও পার্শ্ববর্তী চিলমারী উপজেলার থানাহাট এইউ সরকা‌রি উচ্চ বিদ‌্যাল‌য়ে সহকারী শিক্ষক হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, আজম আলী বিদ‌্যু‌তের কাজ জানতেন। শুক্রবার বিদ‌্যাল‌য় বন্ধ থাকায় বা‌ড়ি‌তে সি‌লিং ফ‌্যান মেরামত কর‌ছি‌লেন তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌ন। পরিবারে লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার ক‌রে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত‌্যু হয়।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে এক‌টি অপমৃত‌্যুর মামলা করা হ‌বে।

মো. জুয়েল রানা/এমজেইউ