টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৫ আগস্ট) দুপুরে কালিহাতী-বল্লা আঞ্চলিক সড়কের কামার্থী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বীর বাসিন্দা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জাকির (২৮) ও একই গ্রামের আরফান আলীর ছেলে আসাদুজ্জামান (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চারান এলাকা থেকে জাকির ও আসাদুজ্জামান মোটরসাইকেল নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল‌টি এক‌টি অটোভ্যানকে ওভার‌টেক কর‌তে গেলে অপরদিক থেকে আসা প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জাকির ঘটনাস্থলেই মারা যান। এ সময় আসাদুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার তার পথে মৃত্যু হয়।

কালিহাতী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, মোটরসাইকেল ও প্রাইভেট কার পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

অভ‌িজিৎ ঘোষ/এমজেইউ