গাইবান্ধার পলাশবাড়ীতে মসজিদের বিদ্যুতের সংযোগ লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাব্বির মিয়া (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সাব্বির ওই গ্রামের এনায়েত মিয়ার ছেলে। সে স্থানীয় হাঁসবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন হোসেনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের মসজিদে বিদ্যুতের সমস্যা দেখা দেয়। পরে তা সমাধান করতে যায় সাব্বির। এসময় অসাবধনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রিপন আকন্দ/এমজে