সিরাজগঞ্জের বেলকুচিতে শ্মশানের পাশের একটি খাল থেকে এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় বেলকুচি পৌর এলাকার সুবর্ণসাড়া মহাশ্মশান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, সুবর্ণসাড়া মহাশ্মশানের পাশে একটি খালের পানিতে নবজাতকের মরদেহটি ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার ঢাকা পোস্টকে বলেন, শ্মশানের পাশে খালের ভেতরে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি জেলেরা দেখতে পেয়ে আমাদের খবর দেয়। ধারণা করা হচ্ছে ওই মৃত নবজাতকের বয়স দুই থেকে তিনদিন হতে পারে। পরে কারো কোনও অভিযোগ না থাকায় মরদেহটি উদ্ধার করে চেয়ারম্যান ও স্থানীয়দের সহযোগিতায় ঈমামের মাধ্যমে তাকে ধর্মীয় নিয়ম মোতাবেক মতে জানাজা সম্পন্ন করে কবর দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে এটা কারো অবৈধ সন্তান হয়ে থাকতে পারে। নইলে নবজাতক মৃত হলেও তো কোনও পরিবার এভাবে পলিথিন দিয়ে খালের ভেতরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখবে না। 

শুভ কুমার ঘোষ/আরকে